৫০ দিন পর উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন
১৯ জুলাই ২০২১ ১২:১৪ | আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৪:৫২
ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি ৫০ দিনের উদ্ধার হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করে।
সোমবার (১৯ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (রমনা) মো. সাজ্জাদুর রহমান এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
গত ৩০ মে রাজধানীর বিজয় সরণী এলাকায় গাড়ি বসা থাকা অবস্থায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান হাত থেকে তার আইফোনটি টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী।
এ ঘটনায় কাফরুল থানায় মামলা করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর।
মামলার এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী রোববার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়ি নম্বর ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮২৪–তে করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মুঠোফোনে কথা বলছিলেন।
ওই সময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত আইফোন এক্স হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান ওই ছিনতাইকারীকে ধাওয়া করলেও তাকে ধরা যায়নি।
সারাবাংলা/ইউজে/একে