পশ্চিম ইউরোপজুড়ে বন্যা: ১৮৮ মৃত্যু
১৯ জুলাই ২০২১ ০৯:২০ | আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৪:০৮
পশ্চিম ইউরোপজুড়ে হঠাৎ বন্যায় প্রাণহানি ১৮৮ ছাড়িয়েছে। এদের মধ্যে কেবলমাত্র জার্মানিতেই মৃত্যু দেড়শ’র বেশি। এছাড়াও, হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি, ধ্বংসযজ্ঞ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
এদিকে, ৫০ বছরের মধ্যে এই প্রথম জার্মানিতে এমন ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বেলজিয়াম এবং নেদারল্যান্ডসেও বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বেলজিয়ামে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। একে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু।
অন্যদিকে নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলেও বন্যায় এক প্রকার ভেঙে পড়েছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন বন্যাকবলিত এলাকার হাজারো বাসিন্দা।
বন্যার পানিতে তলিয়ে গেছে অধিকাংশ আবাসিক এলাকা। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় মানবেতর জীবন যাপন করছেন হাজার হাজার বাসিন্দা। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।
পশ্চিম ইউরোপের অধিকাংশ নদীর পানিই প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে সেনাবাহিনীসহ উদ্ধারকারী কর্তৃপক্ষ।
সারাবাংলা/একেএম