কেনিয়ায় ট্যাংকার বিস্ফোরণে ১৩ মৃত্যু
১৯ জুলাই ২০২১ ০৯:০১ | আপডেট: ১৯ জুলাই ২০২১ ১২:৩৪
কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ৩১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের কিসুমু-বুসিয়া জেলার সংযোগ সড়কে একটি পেট্রোলবোঝাই ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। খবর বিবিসি।
স্থানীয় সময় রোববার (১৮ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুধ ভর্তি একটি লরি উগান্ডা সীমান্তের কাছে বুসিয়া থেকে কিসুমুতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পেট্রোল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়য়। এতে পেট্রোল ট্যাংকারটি উল্টে গেলে আগুন ধরে যায়।
এদিকে, গুরুতরভাবে পুড়ে আহত ১১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সিয়া কাউন্টির স্থানীয় পুলিশ প্রধান চার্লস বলেন, ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। অপর একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রসঙ্গত, কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয় বলে সরকারি সূত্র জানিয়েছে।
সারাবাংলা/একেএম