Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতেও খোলা থাকবে সকল কাস্টম-শুল্ক স্টেশন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২১ ২৩:৫১ | আপডেট: ১৯ জুলাই ২০২১ ০৮:৪৫

ঢাকা: দেশের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখতে ঈদুল আজহার ছুটিতেও সকল কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে বলে জানা গেছে।

রোববার (১৮ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই তিনদিন ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই তিনদিন কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোকে স্বাভাবিক কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে এনবিআর। এর আগে গত ৩০ জুন পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ ঈদের ছুটিতে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখার আহ্বান জানিয়ে সংস্থাটিকে চিঠি দেয়। এ কারণে এনবিআর এমন সিদ্ধান্ত নিয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।

ফলে আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঈদের ছুটিতেও দেশের রফতানিমুখী শিল্পের আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখতে ঢাকা, চট্টগ্রাম, মোংলা, পানগাঁও, বেনাপোল, আইসিডি কমলাপুর, কাস্টমস বন্ড কমিশনারেটগুলো খোলা থাকবে।

সারাবাংলা/এসজে/এনএস

ঈদুল আজহার ছুটি খোলা থাকবে সকল কাস্টম-শুল্ক স্টেশন জাতীয় রাজস্ব বোর্ড

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর