বিধিনিষেধের আওতামুক্ত থাকবে সিলেট-৩ উপনির্বাচন
১৮ জুলাই ২০২১ ২৩:০৬ | আপডেট: ১৯ জুলাই ২০২১ ০১:৫৭
ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়তি পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে সিলেট- ৩ আসনের উপনির্বাচন। যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আগামী ২৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদের এই উপনির্বাচন। তাই নির্বাচনের দিন ওই এলাকাটি কঠোর বিধিনিষেধের আওতামুক্ত থাকবে বলে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোববার (১৮ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছেন সরকার।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন আগামী ২৮ জুলাই একাদশ জাতীয় সংসদের ২৩১ (সিলেট-৩) শূন্য আসনের উপনির্বাচনের দিন ধার্য করেছে। তাই এদিনে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের বাহিরে রাখার অনুরোধ করেছে নির্বাচন কমিশন।
এমতাবস্তায় আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচন, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম, সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ও স্থাপনা এ বিধিনিষেধের বাহিরে রাখা হয়েছে। একইসঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণসহ সকল কাজ সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয় ওই প্রজ্ঞাপনে।
উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে গত ১ জুলাই সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। যা ১৪ জুলাই পর্যন্ত চলে। কিন্তু মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা ও দেশের অর্থনীতির কথা চিন্তা করে গত ১৫ জুলাই থেকে আগামী ২২ জুলাই পর্যন্ত তা শিথিল করা হয়। তবে ২৩ জুলাই সকাল ছয়টা থেকে পুরারায় সারাদেশে কঠোর বিধিনিষেধ শরু হবে, যা আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত চলবে।
সারাবাংলা/জেআর/এনএস