Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক কারখানার ৭৫ শতাংশ শ্রমিক বোনাস পেয়েছে: বিজিএমইএ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২১ ২১:৩৭ | আপডেট: ১৮ জুলাই ২০২১ ২৩:৫৩

ঢাকা: ৯৭ শতাংশ পোশাক কারখানায় বেতন ও ৭৫ শতাংশ শ্রমিককে বোনাস দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। রোববার (১৮ জুলাই) রাতে বিজিএমইএর সহ-সভাপতি শহিদুল্লাহ আজীম সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

বিজিএমইএ’র তথ্যমতে— বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে তাদের সদস্যভুক্ত ১ হাজার ৯১২ টি কারখানা চালু রয়েছে। এর মধ্যে জুন মাসের বেতন পরিশোধ করেছে ১ হাজার ৮৬৩টি। অর্থাৎ ৯৭ দশমিক ৪৪ কারখানায় জুন মাসের বেতন হয়েছে। আর ঈদুল আজহার বোনাস দিয়েছে ১ হাজার ৪২৭টি। অর্থাৎ ৭৪ দশমিক ৬৩ শতাংশ কারখানা এরইমধ্যে শ্রমিকদের বোনাস দিয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনটি ধারণা করছে— বেতন ও বোনাস নিয়ে সাতটি কারখানায় সমস্যা হতে পারে।

বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদুল্লাহ আজীম বলেন, ‘কয়েকটি গার্মেন্টেসে বেতন-বোনাস নিয়ে ঝামেলা করছে, এগুলো আমরা দেখছি।’

আরেক সংগঠন বিকেএমইএর পরিচালক ফজলে শামীম এহসান বলেন, ‘ঈদের আগেই সবার বেতন বোনাস দেওয়া হয়ে যাবে। কয়েকটি কারখানায় বাকি রয়েছে। তারা হয়ত ছুটির আগেই আগামীকাল দিয়ে দেবে।’

উল্লেখ্য, গত ১৩ জুলাই (মঙ্গলবার) বিকেল রাজধানীর শ্রম ভবনের সভাকক্ষ আরএমজি বিষয়ক পরামর্শক পরিষদের ১০ম সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন,‘সরকারি নিয়ম অনুসারে তৈরি পোশাকসহ সব কারখানা শ্রমিকের ঈদের ছুটি তিন দিনই থাকবে। কারখানা শ্রমিকদের বেতন ও বোনাস আগামী সোমবারের (১৯ জুলাই) মধ্যে পরিশোধ করতে হবে।’

সারাবাংলা/ইএইচটি/একে

কারখানা গার্মেন্টস পোশাক কারখানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর