‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অনেক দেশের চেয়ে স্বস্তিতে আছি’
১৮ জুলাই ২০২১ ১৮:৩৭ | আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৮:৪৫
ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ অনেক দেশের তুলনায় স্বস্তির জায়গাতে রয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এর কৃতিত্ব তিনি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে। বর্তমান পরিস্থিতিতে শিল্পপতি ও ব্যবসায়ীদেরও মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৮ জুলাই) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও ম্যাক্স গ্রুপের উদ্যোগে অক্সিজেন সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, করোনায় দুর্যোগে সারাবিশ্ব বিপর্যস্ত। যুক্তরাষ্ট্রের মত ধনী দেশে সাত লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিশ্বের চেয়ে অনেকটা স্বস্তিকর অবস্থায় আছি। তাই সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলতে হবে।
এই সময়ে সরকারের পাশাপাশি শিল্পপতি, ব্যবসায়ীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে হানিফ বলেন, আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র ভারতে ব্যবসায়ী ও শিল্পপতিরা মানুষ ও সরকারের পাশে দাঁড়িয়েছে। আমাদের দেশের শিল্পপতিরা মানুষের পাশে সেভাবে দাঁড়িয়েছে বলে জনগণ দেখছে না। আমাদের যে সম্পদ আছে, তা নিয়েই সবাইকে একসঙ্গে আমাদের করোনা দুর্যোগ মোকাবিলা করতে হবে। জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় রেখে শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে করেনা মোকাবিলায় আমরা সফল হচ্ছি।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, করোনার পাশাপাশি নতুন করে সমস্যা দেখা দিয়েছে ডেঙ্গু। ডেঙ্গু যেন মহামারি রূপ না নেয়, সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাসাবাড়িতে অভিযান চলছে, মানুষকে সচেতন করার জন্য জরিমানা করা হচ্ছে। নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ। কিন্তু সিটি করপোরেশনের অধীনে শত শত ড্রেন-নর্দমা আছে। সেখান থেকে যে অসংখ্য মশা জন্ম নিচ্ছে, সেজন্য জনগণ কার বিরুদ্ধে মামলা করবে? কাকে ফাইন করবে?
তিনি বলেন, তাই জরিমানা সমাধান নয়। সমাধানের জন্য মেয়েরদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সিটি করপোরেশনে যে ড্রেন-নর্দমা-খাল আছে, সেগুলো নিয়মিত পরিষ্কার করে মশার ওষুধ দিতে হবে। মশা নিধনের ব্যবস্থা নিতে হবে। তা না করতে পারলে এই করোনা মহামারির মধ্যে ডেঙ্গুও মহামারি আকারে দেখা দিতে পারে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়ে হানিফ বলেন, প্রধানমন্ত্রী জনগণকে মাস্ক পরতে, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন। তার নির্দেশনায় আওয়ামী লীগের সব নেতাকর্মী করোনার শুরু থেকেই মানুষকে সচেতন করেছেন। কিছু রাজনীতিবিদ তখন প্রেস ক্লাবের সামনে হাজার লোক নিয়ে সমাবেশ করেছে। তারা করোনা ছড়িয়ে দিতে সহযোগিতা করেছে। এছাড়া তথাকথিত আলেম নামধারী বক্তা সুপরিকল্পিতভাবে মানুষকে বিভ্রান্ত করেছে। তারা এমনও বলেছে যে করোনা বাংলাদেশে আসবে না। যদি আসে, তবে কোরআন মিথ্যা হবে। এদের এই মিথ্যা প্রচারণায় গ্রামের সহজ-সরল মানুষ বিভ্রান্ত হয়েছে। এতে মাস্ক পরতে শিথিলতা দেখা গেছে। এই ভণ্ড রাজনীতিবিদ ও ধর্ম ব্যবসায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
আইইবি সভাপতি মো নুরুল হুদার সভাপতিত্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও ম্যাক্স গ্রুপের উদ্যোগে অক্সিজেন সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি মো,. আব্দুস সবুরসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/টিআর