ডিএসই’র প্রধান সূচক সর্বোচ্চ অবস্থানে
১৮ জুলাই ২০২১ ১৮:৩৮ | আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৮:৪০
ঢাকা: পুঁজিবাজারে সূচকের বড়ধরনের উত্থান হয়েছে। রোববার (১৮ জুলাই) দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের তুলনায় ৫৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে উন্নীত হয়। এটি পুঁজিবাজারে ইতিহাসে ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০১৭ সালের ২৬ নভেম্বর ডিএসইএক্স ইনডেক্সটি ৬ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করেছিল। দীর্ঘ ৪৩ মাস পর রোববার আগের রেকর্ড ভেঙে সূচকটি সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স ইনডেক্সটি যাত্রা শুরু করে।
এদিকে রোববার ডিএসইতে সূচকের পাশাপাশি বাজার মূলধনও রেকর্ড পরিমাণে বেড়েছে। এদিন ডিএসইর বাজার মূলধন প্রথমবারের মতো ৫ কোটি ৩২ লাখ ৩১ হাজার ১৫৭ কোটিতে উন্নীত হয়েছে। দিনশেষে ডিএসইতে ৩৭৩টি কোম্পানির ৬৯ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ৪৬৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১০টির, কমেছে ১৫০টির এবং ১৩টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৭৯৩ কোটি ২ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএসই শরিয়া সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৯ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২০টি কোম্পানির ৩ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ২৮৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৭১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৯ কোটি ৭৪ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান করছে।
সারাবাংলা/জিএস/পিটিএম