Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পোশাক শ্রমিকদের ভ্যাকসিন দেওয়ায় সরকারকে ধন্যবাদ’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২১ ১৭:৫২

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের অংশ হিসেবে পোশাকশ্রমিকদের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। কোনো নিবন্ধন নয়, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের কপি দেখিয়ে রোববার (১৮ এপ্রিল) থেকে চারটি কারখানায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়।

প্রথমদিনেই ভ্যাকসিন পেয়ে উচ্ছ্বসিত হয়ে তুসুকা গার্মেন্টসের পোশাক শ্রমিক নাজনিন আকতার সারাবাংলাকে বলেন, ‘এত সহজে ভ্যাকসিন পাব কখনও ভাবি নাই। লাইন চিফ যখন বলছে সবাইকে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে, তখন ভাবছিলাম নিবন্ধন কেমনে করব। কিন্তু কোনো নিবন্ধনের ভেজাল না করে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়েই আজ ভ্যাকসিন নিয়েছি। সরকার ধন্যবাদ জানাই পোশাকশ্রমিকদের কথা ভেবে আমাদের ভ্যাকসিন নেওয়ার সুযোগ করে দেওয়ায়।’

বিজ্ঞাপন

এর আগে রোববার (১৮ জুলাই) সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় তুসুকা ডেনিম কারখানায় ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

উদ্বোধন শেষে মেয়র বলেন, ‘করোনার সংক্রমণরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ভ্যাকসিন নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পর্যায়ক্রমে সব পোশাক শ্রমিকদের ভ্যাকসিন দেওয়া হবে। তবে ভ্যাকসিন গ্রহণের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান। তিনি বলেন, সরকারি সিদ্ধান্তে গাজীপুরের পোশাক শ্রমিকদের করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এজন্য কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে। আজ অন্তত ১২ হাজার ভ্যাকসিন দেয়ার চেষ্টা করব। যতক্ষণ এটা শেষ না হয় ততক্ষণ চলবে। আগামীকাল আরও ৮টি গার্মেন্টসের শ্রমিকদের ভ্যাকসিন দেওয়া হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমাদের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি মূলত হাসপাতালকেন্দ্রিক। কিন্তু আমরা পোশাকশ্রমিকদের জন্য গার্মেন্টসে গার্মেন্টসে গিয়ে ভ্যাকসিন দিচ্ছি। এ কাজটি করতে আমরা দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছি। আমাদের টিমকে প্রশিক্ষিত করেছি, ভ্যাক্সিনেটরদের প্রশিক্ষিত করেছি। আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি।’

প্রথমদিন গাজীপুরে একসঙ্গে চারটি পোশাক কারখানায় শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। কারখানাগুলো হচ্ছে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড, কোনাবাড়ী এলাকায় তুসুকা গ্রুপের দুটি ও ভোগড়া এলাকার রোজভ্যালি।

অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন, তুসুকা ডেনিমসের পরিচালক ফিরোজ আহমেদ, মার্কস অ্যান্ড স্পেন্সারের বাংলাদেশ হেড অব কান্ট্রি স্বপ্না ভৌমিক, কান্ট্রি ডিরেক্টর, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রামেশ সিংসহ অন্যান্যরা।

সারাবাংলা/এসবি/পিটিএম

ধন্যবাদ পোশাক শ্রমিক ভ্যাকসিন সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর