Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩য় সর্বোচ্চ ২২৫ মৃত্যু, সংক্রমণ ছাড়াল ১১ লাখ

সারাবাংলা ডেস্ক
১৮ জুলাই ২০২১ ১৭:৩০ | আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৮:১১

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সবশেষ ২৪ ঘণ্টায় ২২৫ জন মারা গেছেন। একদিনে করোনা সংক্রমণ নিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনা মৃত্যু ছাড়িয়ে গেল ১৭ হাজার আটশ।

এদিকে, ছয় দিন পর আগের দিন সংক্রমণ নেমে এসেছিল ৯ হাজারের নিচে। এরপর একদিনে সংক্রমণ ফের ১১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট সংক্রমণ ছাড়িয়ে গেল ১১ লাখ।

বিজ্ঞাপন

রোববার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানার সই করা কোভিড সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩৮টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ৩৯ হাজার ২০৪টি নমুনা সংগ্রহ করে আগের দিনের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৮০৬টি নমুনা। নমুনা পরীক্ষা আগের দিনের চেয়ে কিছুটা বাড়লেও আর আগের ছয় দিনের চেয়ে কম। ওই ছয় দিনের প্রতিদিনিই ৪০ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৭২ লাখ ৫৫ হাজার ৩৮৭টি।

সংক্রমণ ছাড়াল ১১ লাখ

গত ২৪ ঘণ্টার সংক্রমণসহ দেশে মোট করোনা সংক্রমণ দাঁড়াল ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে। গত ৯ জুলাই দেশে করোনা সংক্রমণ ছাড়িয়েছিল ১০ লাখ। সে হিসাবে এরপর মাত্র ৯ দিনেই দেশে আরও এক লাখ মানুষের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলো।

নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ কিছুটা বেশি বেড়ে যাওয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ০৯ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২২ শতাংশ।

বিজ্ঞাপন

একদিনে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ২২৫ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণ নিয়ে। এর আগে গত ১১ জুলাই একদিনে সর্বোচ্চ ২৩০ জন ও ১৫ জুলাই একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ জন মারা গিয়েছিলেন করোনা সংক্রমণে। এরপর গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হলো তৃতীয় সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন ১৭ হাজার ৮৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় যারা করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১২৩ জন, নারী ১০২ জন। তাদের মধ্যে ১৩ জন বাসায় ও বাকি ২১২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৮০ জন, বেসরকারি হাসপাতালে ৩২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১৩৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এর মধ্যে শতবর্ষী রয়েছেন এক জন, দুই জনের বয়স ৯১ থেকে ১০০, ১৩ জনের বয়স ৮১ থেকে ৯০, ৩৫ জনের বয়স ৭১ থেকে ৮০ ও ৬৪ জনের বয়স ৬১ থেকে ৭০। এর বাইরে ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩১ জন ও ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৬ জন মারা গেছেন। এছাড়া ২১ থেকে ৩০ বছর বয়সী সাত জন, ১১ থেকে ২০ বছর বয়সী তিন জন এবং ১০ বছরে কম বয়সী এক শিশু গত ২৪ ঘণ্টায় মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন ঢাকা বিভাগে, দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। তৃতীয় সর্বোচ্চ ৪০ জন চট্টগ্রাম বিভাগে ও চতুর্থ সর্বোচ্চ ২০ জন মারা গেছেন রাজশাহী বিভাগে। এছাড়া সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ১৪ জন করে এবং বরিশাল বিভাগে ৯ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন আট হাজার ৮৪৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন মোট ৯ লাখ ৩২ হাজার আট জন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪২ শতাংশ।

সারাবাংলা/টিআর

করোনা সংক্রমণ করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর