নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
১৮ জুলাই ২০২১ ০৯:১৯
নারায়ণগঞ্জ: ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় তার দুই বন্ধু হানিফ ও টুটুলকেও কুপিয়ে জখম করে মাদক ব্যবসীরা।
শনিবার (১৭ জুলাই) রাতে পশ্চিম দেওভোগ নগর এলাকার হাজির মাঠে এ ঘটনা ঘটে।
আহত হানিফ জানান, দীর্ঘদিন যাবত আব্দুল্লাহ, ডেবিট ও শাহাদাত এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রি করে আসছিল। এ নিয়ে নিহত ইমনের বড় ভাই ওমর তাদের মাদক ব্যবসায় বাধা দেয়। এতে প্রায় সময় তাদের মাঝে ঝগড়া হতো। রাতে হঠাৎ করে ৩০/৩৫ জনের দল এসে ওমরকে না পেয়ে তার ছোট ভাই ইমনকে ছুরিকাঘাত করে আহত করে দুইজনকে কুপিয়ে জখম করে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এএম