নিবন্ধন ছাড়াই পোশাক শ্রমিকদের ভ্যাকসিন প্রয়োগ শুরু আজ
১৮ জুলাই ২০২১ ০১:৩৯ | আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৩:১৫
ঢাকা: দেশে নভেল করোনাভাইসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলছে। এই ভ্যাকসিন কার্যক্রমে রোববার (১৮ জুলাই) থেকে যুক্ত হতে যাচ্ছে পোশাক শ্রমিকরাও। সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে কোনো নিবন্ধন ছাড়াই গাজীপুরের চারটি কারখানার শ্রমিকদের ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে শুরু হতে যাচ্ছে এই কার্যক্রম।
শনিবার (১৭ জুলাই) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান।
তিনি বলেন, ‘দেশে ভ্যাকসিন কার্যক্রমের অংশ হিসেবে পোশাক শ্রমিকদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী রোববার (১৮ জুলাই) থেকেই এ কার্যক্রম শুরু হবে। এদিন সকালে চারটি কারখানায় গিয়ে সেখান থেকে দেওয়া শ্রমিকদের নাম, বয়স, জাতীয় পরিচয়পত্রের তথ্য মিলিয়ে দেখা হবে।’
তিনি আরও বলেন, ‘ভ্যাকসিন প্রয়োগের জন্য বিভিন্ন কারখানা থেকে তালিকা চাওয়া হয়েছিল। ইতোমধ্যে ২৫ লাখ শ্রমিকের একটি তালিকা পাওয়া গেছে। তাদের নিবন্ধন ছাড়াই ভ্যাকসিন দেওয়া হবে। এক্ষেত্রে ভ্যাকসিন গ্রহণের সময় অবশ্যই শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। পর্যায়ক্রমে সব শ্রমিককে ভ্যাকসিনের আওতায় আনা হবে।’
ডা. খায়রুজ্জামান বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের নির্দেশ মতে শুরুতে জেলার চারটি পোশাক কারখানার শ্রমিকদের এ ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে রয়েছে- তুসুকা ডেনিম, তুসুকা ট্রাউজার, স্প্যারো অ্যাপারেলস ও রোজভ্যালি গার্মেন্টস লিমিটেড। এসব কারখানার ১০ হাজার শ্রমিককে মডার্নার ভ্যাকসিন দেওয়া হবে।’
এ দিকে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) এবং জেলার করোনা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এস এম তরিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের সম্মতি নিয়ে রোববার থেকেই গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু করা হচ্ছে। রোববার (১৮ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু হবে এবং এটি ঈদের বন্ধের আগের দিন অর্থাৎ সোমবার (১৯ জুলাই) পর্যন্ত চলবে। পরে পোশাক কারখানা’র শ্রমিক ছাড়াও অন্যান্য কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের এ ভ্যাকসিনের আওতায় আনা হবে।’
গাজীপুরের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রোববার (১৮ জুলাই) সকালে গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এসএম তরিকুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার উপস্থিত থেকে কোনাবাড়ি এলাকার তুসুকা ডেনিম কারখানায় এ কর্মসূচি উদ্বোধন করবেন।
সারাবাংলা/এসবি/পিটিএম