Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়লেখা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২১ ২৩:২৬

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ি) আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন।

শনিবার (১৭ জুলাই) পরিবেশমন্ত্রীর পক্ষে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন। মো. শাহাব উদ্দিন এ সময় ঢাকার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ভিজিএফ চাল ১১ হাজার ৪০৮ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তি/পরিবারের মাঝে বিতরণ কার্যক্রমও উদ্বোধন করেন।

এ সময় মো. শাহাব উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জনগণের সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে। বর্তমানে জনগণকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কেউই খাদ্যের কষ্টে ভুগবে না। সকলেই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে। অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে আরও তিন হাজার ২০০ কোটি টাকার ৫টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।’

পরিবেশমন্ত্রী বলেন, ‘সরকার এরই মধ্যে ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্রব্যবসায়ীকে নগদ সহায়তার জন্য ৪৫৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। শহর এলাকার নিম্ন আয়ের মানুষদের সহায়তায় বিশেষ ওএমএস চালুর জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ এলাকায় কর্মসৃজন মূলক কার্যক্রমে অর্থায়নের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটন খাতের কর্মচারীদের বেতনভাতা পরিশোধের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বড়লেখা উপজেলার জনগণকে ইতোমধ্যে অনেক সাহায্য সহযোগিতা করা হয়েছে। আরও সাহায্য পাইপলাইনে আছে, যাচ্ছে। সবাই সাহায্য-সহযোগিতা পাবেন। চিন্তা করবেন না।’

শাহাব উদ্দিন বলেন, ‘বর্তমানে অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। কাজেই সবাইকে অনুরোধ করব একটু সচেতন থাকলে নিজের এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষা করতে পারবেন। এই করোনাভাইরাসকে সাধারণ মনে করবেন না। যে কোনো সময় আপনাকে আক্রান্ত করে জীবন সংশয়ে ফেলতে পারে।’

বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র মো. আবুল ইমাম আহমদ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন, বড়লেখা উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ প্রমুখ।

সারাবাংলা/জেআর/পিটিএম

অক্সিজেন সিলিন্ডার বড়লেখা শাহাব উদ্দিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর