Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০টি ই-কমার্সের সঙ্গে লেনদেন বন্ধ করলো বিকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২১ ২৩:২২

ফাইল ছবি

ঢাকা: ইভ্যালি, আলেশা মার্টসহ ১০টি অনলাইন মার্কেটের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। শনিবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ কর্তৃপক্ষ সাময়িকভাবে এসব কোম্পানির সঙ্গে সেবা বন্ধ করার ঘোষণা দেয়।

গ্রাহকের স্বার্থ সুরক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ জুন ইভ্যালিসহ ১০ প্রতিষ্ঠানের সঙ্গেই ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে কেনাকাটাসংক্রান্ত চুক্তি বাতিল করে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইভ্যালি, আলেশা মার্ট, ধামাকা শপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, নিডস, কিউকুম, আলাদিনের প্রদীপ, আদিয়ান মার্ট ও বুম বুম।

সূত্র জানায়, উল্লেখিত ১০টি প্রতিষ্ঠানের সঙ্গেই বিকাশের চুক্তি ছিল। কিন্তু ই–কমার্স প্রতিষ্ঠানগুলো যথাযথ নিয়মকানুন অনুসরণ করে ব্যবসা পরিচালনা করছিল না বলে বিকাশের পর্যবেক্ষণে উঠে এসেছে।

এর আগে, গত ২৩ জুন ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক, ২৪ জুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও গ্রাহকের স্বার্থের কথা বলে একইভাবে ওই সব প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কার্ড ব্যবহার স্থগিত করে।

সারাবাংলা/জিএস/এমও

ই-কমার্স বিকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর