Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে ৩ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২১ ২৩:১৫ | আপডেট: ১৭ জুলাই ২০২১ ২৩:১৬

হিলি: দিনাজপুরের হিলিতে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া ৩ হাজার ৮১টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে পৌরসভার ৩ হাজার ৮১ জনের হাতে ১০ কেজি করে চাল তুলে দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

এমপি শিবলী সাদিক বলেন, ‘বিশ্বে করোনা মহামারি প্রভাবে বাংলাদেশ অনেক মানুষকে কর্মহীন হলেও শেখ হাসিনা সবার সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।’ তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে কোন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না হওয়ার আহ্বান জানান।

এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর থানা ইনচার্জ ফেরদৌস ওয়াহেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

প্রধানমন্ত্রীর উপহার হাকিমপুর উপজেলা হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর