Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাধা অতিক্রম করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাব’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২১ ২২:৫৪

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের ১৬ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণ ও আত্মনির্ভরশীল দেশ গড়ে তোলার ক্ষেত্রে যত বাধাই আসুক না কেন তা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

শনিবার (১৭ জুলাই) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অসহায় দুঃস্থ, দিনমজুরের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এই করোনা মহামারির মধ্যে রাজনীতিবিদদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। বিশেষ করে প্রতিটি রাজনৈতিক সংগঠনের উচিত দেশের অসহায়, দুঃস্থ, গরিব মানুষের পাশে দাঁড়ানো। বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর উচিত সরকারকে সহযোগিতা করা। বিশেষ করে এই কাজটি বিএনপি-জামাত রাজনৈতিক দল করেনি। তাদের রাজনীতি হচ্ছে বিশৃঙ্খলা, অপরাজনীতি, দুর্নীতি, ষড়যন্ত্র, সন্ত্রাসী কায়দার রাজনীতি । এ কারণে দেশের মানুষ তাদের প্রত্যাখান করেছে। তাই এই করোনার মধ্যেও বিএনপি-জামাত ষড়যন্ত্রকারী গোষ্ঠী গুজব-অপপ্রচারে লিপ্ত হয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘অপপ্রচার গুজবের মাধ্যমে দেশের মানুষকে অন্ধকার ও হতাশায় নিমজ্জিত করে খারাপ পরিস্থিতি দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশেষত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অপপ্রচার-গুজব ছড়িয়ে মানুষকে হতাশা দিকে ঠেলে দিচ্ছে। ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টির পাঁয়তারা করছে। অতীতের মতো এখনও বিএনপি-জামাত সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করছে। যারা দেশের বিরুদ্ধে এসব করছে, এসব করার মধ্যে দিয়ে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা মূলত রাজনীতিবিদ নামের কলঙ্ক। গুজব-অপপ্রচার ছড়িয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না ‘

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সকল নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। এই দেশবিরোধী চক্রান্তকারী গোষ্ঠী দেশের উন্নয়ন, মানুষের ভাগ্য পরিবর্তন- সবকিছু নস্যাৎ করতে চায়। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যারা দেশের বিরোধিতা করবে তাদের যেকোনো পরিস্থিতিতে আমরা মোকাবিলা করব। যারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, গণতন্ত্রবিরোধী তাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে।’

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব বাহাউদ্দিন নাছিম বলেন, ‘শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। কৃষককে বাঁচাতে সরকার সবধরনের চেষ্টা করে যাচ্ছে। এমনকি কৃষকের জন্য প্রণোদনা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’

কৃষিবিদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড.শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান, কৃষিবিদ ইনস্টিটিউশননের দফতর সম্পাদক এম এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ এম আমিনুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, কৃষিশিল্প ও বাণিজ্য সম্পাদক দেবাশীষ ভৌমিকসহ কেআইবি নেতারা।

সারাবাংলা/এনআর/পিটিএম

আ ফ ম বাহাউদ্দিন নাছিম কৃষিবিদ বঙ্গবন্ধুর সোনার বাংলা

বিজ্ঞাপন

প্লেব্যাক করলেন মোশাররফ করিম
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

আরো

সম্পর্কিত খবর