Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহা‌টে বজ্রপা‌তে ২ জ‌নের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২১ ২২:৫১

লালমনিরহা‌ট: জেলায় বজ্রপা‌তে ২ জ‌নের মৃত্যু হ‌য়েছে। নিহতরা হ‌চ্ছেন- আবু হা‌নিফ (৫০), আমিনুর রহমান (৪০)। শ‌নিবার (১৭ জুলাই) সকালে পৃথক ঘটনায় এই দু’জনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সকালে বৃ‌ষ্টির মধ্যে হাতিবান্ধা উপ‌জেলার সা‌নিয়াজান ইউনিয়‌নের শেখ সুন্দর গ্রা‌মে জ‌মি‌তে আমন ধা‌নের চারা রোপণ কর‌ছি‌লেন আবু হা‌নিফসহ ৪ জন। এসময় বজ্রপা‌তে ঘটনাস্থ‌লে মারা যান আবু হা‌নিফ। আহত হয় রমজান ও সুরমানসহ আরও ৩ জন।

বিজ্ঞাপন

আহত‌দের উদ্ধার ক‌রে হাতিবান্ধা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

অপরদি‌কে, একইসময় কালীগঞ্জ থানার দলগ্রাম ইউনিয়‌নের দ‌ক্ষিণ দলগ্রা‌মের ব্যবসায়ী আমিনুর রহমান বাড়ি থে‌কে বের হ‌য়ে বাজা‌রে যাওয়ার সময় বজ্রপা‌তে মারা যান।

সারাবাংলা/এমও

বজ্রপাত লালমনিরহাট শেখ সুন্দর গ্রা‌ম

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর