Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে কোভিডজনিত ১৩ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২১ ১৭:৪৬

বরিশাল: বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চার জন এবং উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১৫৬ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮৭ জনে।

একইসঙ্গে, বরিশাল বিভাগে কোভিডজনিত মোট মৃত্যুর ৩৭৭ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, মোট আক্রান্ত ২৫ হাজার ২৮৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৫০ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১০৪ জন নিয়ে মোট ১০ হাজার ৭৮৮ জন; পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট তিন হাজার ১৩৭ জন; ভোলা জেলায় নতুন ৩৮ জন নিয়ে মোট দুই হাজার ৫২৫ জন; পিরোজপুর জেলায় নতুন শনাক্ত না থাকায় মোট তিন হাজার ৪৬৮ জন; বরগুনা জেলায় নতুন ১ জন নিয়ে মোট আক্রান্ত দুই হাজার ১৫৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন তিন জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২১৩ জন।

এদিকে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় (শনিবার সকাল পর্যন্ত) শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন ও করোনা ওয়ার্ডে পাঁচ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ২৫৩ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৮৪ জন করোনা ওয়ার্ডে এবং ১৬৯ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/একেএম

করোনায় মৃত্যু বরিশাল বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর