Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফেসবুকের ভুল তথ্য মানুষ হত্যা করছে’

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২১ ১৬:০৮ | আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৯:২০

করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়ানো ভুল তথ্য মানুষকে হত্যা করছে বলে সতর্ক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।

শুক্রবার (১৬ জুলাই) করোনা মহামারি ও ভ্যাকসিন নিয়ে ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলোতে ভুল তথ্য ছড়ানোর বিষয়ে হোয়াইট হাউজে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জো বাইডেন এ মন্তব্য করেন।

এসব ভুল তথ্য নিয়ন্ত্রণ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর ওপর চাপ বৃদ্ধি করেছে হোয়াইট হাউজ। এমতাবস্তায় জনস্বাস্থ্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ফেসবুক।

এ বিষয়ে জো বাইডেন ওই সাংবাদিককে বলেন, ‘যারা ভ্যাকসিন নেননি, তারাই এখন কেবল মহামারির মধ্যে আছেন। তারা মানুষকে হত্যা করেছেন।’

মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, ভ্যাকসিন না নেওয়া গোষ্ঠীদের জন্যই দেশটিতে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে।

এর আগে শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সোসাকি বলেছিলেন, ভ্যাকসিন নিয়ে ছড়ানো ভুল তথ্য রোধ করার জন্য ফেসবুকসহ অন্য সামাজিক মাধ্যমগুলো যথেষ্ট কাজ করছে না।

তিনি আরও বলেন, ‘অবশ্যই তাদের আরও অনেক কিছু করার আছে। এটা পরিষ্কার যে আরও অনেক পদক্ষেপ নেওয়া সম্ভব।’

এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র কেভিন ম্যাকএলিস্টার বলেন, যা সত্য নয়— এমন কোনো অভিযোগ দ্বারা তার সংস্থা বিভ্রান্ত হবে না।

আরেক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, করোনা নিয়ে ১৮ মিলিয়নেরও (এক কোটি ৮০ লাখ) বেশি ভুল তথ্য ও অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। কারণ, তারা বারবার সংস্থার নিয়ম ভঙ্গ করেছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনেক ব্যক্তিরা ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, তারা ভ্যাকসিনের ওপর তাদের আস্থা রাখতে পারছেন না।

গত মার্চে এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টুইটারে ভ্যাকসিন বিরোধী প্রচার চালানো হয়। যা ৫৯ মিলিয়নের (পাঁচ কোটি ৯০ লাখ) বেশি ফলোয়ারের কাছে পৌঁছায়। যারা সামাজিক মাধ্যমে নিজেদের সবচেয়ে বড় অ্যান্টি-ভ্যাক্সার্স (ভ্যাকসিন বিরোধী) প্ল্যাটফর্ম তৈরি করেছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অনেকেই নাগরিকই করোনার ভ্যাকসিন নিতে অস্বীকার করছেন। ফলে দেশটিতে আবারও করোনায় মত্যু ও সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই মার্কিন প্রেসিডেন্ট ভ্যাকসিন নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে ভুল তথ্য ছড়ানোর বিষয়ে এমন কড়া মন্তব্য করলেন।

সারাবাংলা/এনএস

ফেসবুকে ভুল তথ্য মানুষ হত্যা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর