Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জের মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২১ ১৫:৪১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের মহাসড়কে চাপ বাড়ছে দূরপাল্লার বাস ও অন্যান্য গণপরিবহনের। সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের।

শনিবার (১৭ জুলাই) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম হতে হাটিকুমরুল গোলচত্বর এলাকার ২২ কিলোমিটার সড়কের ঢাকাগামী লেনে প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। অন্যদিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকাতেও প্রায় ৬ কিলোমিটার রাস্তাজুড়ে যানজট ও ধীরগতি রয়েছে।

একদিকে টাঙ্গাইলের টোল প্লাজা বন্ধ থাকা ও অন্যদিকে নলকার পুরাতন ঝুকিপূর্ণ সেতু ও অন্যদিকে মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজের কারণে এই ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল গণি ও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী।

সরেজমিনে মহাসড়কের বঙ্গবন্ধু পশ্চিম হতে হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু পশ্চিমপাড় এলাকা থেকে ঢাকামুখী লেনে প্রায় মফিজ মোড় এলাকা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। বাগবাড়ি এলাকা থেকে নলকা সেতু হয়ে হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার যানজট দেখা গেছে। চান্দাইকোনা এলাকাতেও প্রায় ৬ কিলোমিটার রাস্তাজুড়ে যানজট ও ধীরগতি রয়েছে।

এসময় মহাসড়কে সবচেয়ে বেশি নজরে পড়েছে ঈদ-উল আযহাকে সামনে রেখে কোরবানির পশু পরিবহনের যানবাহন। এছাড়াও মহাসড়কে যাত্রীবাহী দূরপাল্লার বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন।

মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি জানান, ভোরে টাঙ্গাইলের টোল প্লাজা বন্ধ থাকার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এখন ঢাকাগামী মহাসড়কে কিছুটা যানজট থাকলেও উত্তরবঙ্গগামী মহাসড়ক অনেকটাই স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, রাস্তার গাড়ির প্রচুর চাপ বেড়েছে। ওদিকে কড্ডা এলাকার যানজট ও নলকা সেতু এলাকার যানজট কখনো কখনো এক হয়ে যাচ্ছে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখানে সাবধানতা অবলম্বন করা হচ্ছে। এ সকল কারণে নলকার পূর্বপাশ হতে হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হচ্ছে। তবে ভোরের তুলনায় এখন যানজট কম বলেও জানান এই কর্মকর্তা।

সারাবাংলা/এএম

টপ নিউজ সিরাজগঞ্জ মহাসড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর