Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩৫১ কোটি টাকা ব্যয়ে আধুনিক হবে ২ নদীবন্দর : নৌ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২১ ১৮:২৫ | আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৪:৩১

রাজবাড়ী: পাটুরিয়া এবং দৌলতদিয়া নদীবন্দর ১৩৫১ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

তিনি বলেছেন, ১৩৫১ কোটি টাকা ব‍্যয়ে পাটুরিয়া এবং দৌলতদিয়ায় আনুষঙ্গিক সুবিধাদিসহ নদী বন্দরের আধুনিকায়নের কাজ বাস্তবায়ন হলে দুপ্রান্তে ভাঙন হবে না। ঘাটগুলো ঝুঁকিপূর্ণ হবে না। এর স্থায়ী সমাধান হবে এবং জনগণের দুর্ভোগ কমে যাবে। নৌপথগুলোর নাব‍্য ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রণালয় সার্বিক বিষয়টি তদারকি করছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জুলাই) বিআইডব্লিউটিএ’র জাহাজযোগে পাটুরিয়া ও দৌলতদিয়ার নদী ভাঙন এবং ‘পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়ন প্রকল্প’ এলাকা পরিদর্শনকালে এ সব কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ‍্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের স্বার্থে, সকলের স্বার্থে স্বাস্থ্যবিধি মানতে হবে। সচেতনতার কোনো বিকল্প নেই।’

প্রতিমন্ত্রী পরে পাবনার কাজিরহাট ঘাট পরিদর্শন করেন।

সারাবাংলা/একে

খালিদ মাহমুদ নদীবন্দর নৌ পরিবহন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর