Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে, ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২১ ১২:২২ | আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৬:১৭

গাজীপুর: জেলার শ্রীপুরের এমসি বাজার এলাকায় শনিবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই জন।

তৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয় যায়নি। নিহতদের মধ্যে একজন পুরুষও একজন নারী রয়েছে ।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাদিউল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকায় সকাল ৮টার দিকে ময়মনসিংহগামী একটি ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চারটি দোকানের ওপর উঠে যায়। এতে এক নারীসহ দুই জন নিহত হয়।

এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিস ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সারাবাংলা/একে

দুই যাত্রী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর