রাজধানীতে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
১৭ জুলাই ২০২১ ১২:০৯ | আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৬:১৭
ঢাকা: রাজধানীর গুলশান নিকেতনের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে এক মেডিকেল শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তার স্বজনরা। মৃতের নাম ফারিয়া হায়দার (২১)।
শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের বাবা মো. আলম হায়দার জানান, তারা নিকেতনের ৪ নম্বর রোডের ৯১ নম্বর ৯তলা বাড়ির ২য় তলাতে থাকেন। গতরাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে ফারিয়া। এরপর সকালে তিনি ফারিয়ার রুমে গিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ফারিয়া। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ফারিয়া মালোয়েশিয়ার একটি মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। করোনাভাইরাসের কারণে সে দেশে এসে অনলাইনেই ক্লাস করছিল। তবে কী কারণে ফারিয়া গলায় ফাঁস দিতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি গুলশান থানায় অবহিত করা হয়েছে।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার জন্য মেডিকেলে একটি টিম পাঠানো হয়েছে।
সারাবাংলা /এসএসআর/এনএস