তাকে হাত দিয়ে সরিয়েছি, আঘাত করিনি: কাদের মির্জা
১৭ জুলাই ২০২১ ১১:৩৯
ঢাকা: দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণের সময় এক বয়স্ক ব্যক্তিকে ঘুষি দিয়ে আলোচনায় এসেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
পৌর ভবনের সামনে শুক্রবার (১৬ জুলাই) এক বৃদ্ধের বুকে ঘুষি মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
শুক্রবার রাত ৯ টা ৪০ মিনিটে কাদের মির্জা তার ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে নিজের পক্ষ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
কাদের মির্জার দাবি, এক বৃদ্ধ কাপড় পাওয়ার পরও দাঁড়িয়ে থাকায় এবং একাধিকবার বলার পরও তিনি মাস্ক না পরায় তাকে হাত দিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে কোনো আঘাত করা হয়নি।
কাদের মির্জা লেখেন, প্রিয় দেশবাসী, আপনারা জানেন মহামারি করোনাভাইরাসের কারণে লকডাউনে জনজীবন অবরুদ্ধ হয়ে যাওয়ার পর থেকে আমি আমার পৌরসভা থেকে নিম্নআয়ের অসহায় মানুষদের জন্য বিভিন্ন সহযোগিতা করে আসছি। আমি সর্বদা চেষ্টা করছি অসহায় দুঃখী মানুষের পাশে থাকতে। আমার পৌরসভা ও আমার ব্যক্তিগত তহবিল থেকে শুধু কোম্পানিগঞ্জ নয়, কবিরহাট, দাগনভূঞা, সোনাগাজী, সেনবাগসহ বিভিন্ন এলাকায় সহযোগিতা করে আসছি। কখনো কোনো মানুষ সাহায্য প্রত্যাশা করে আমার কাছ থেকে খালি হাতে ফিরে যাননি।
আজও আমার পৌরসভায় বিভিন্ন অসহায় মানুষদের এক হাজারের বেশি শাড়ি-লুঙ্গি, পাঁচশ জনের বেশি মানুষকে নগদ অর্থ ও প্রায় দুই হাজার জনের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে। পৌরসভার ছোট্ট আঙিনায় সহস্রাধিক মানুষ একত্রিত হয়ে যাওয়ায় দ্রুততার সহিত কাপড় বিতরণ করতে হয়েছিল। তাই যাদের মধ্যে বিতরণ করা হয়েছে তাদের দ্রুত চলে যাওয়ার জন্য বলা হচ্ছিল। তখন একটি মানুষ কাপড় পাওয়ার পরও দাঁড়িয়ে থাকায় তাকে হাত দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে কোনো আঘাত করা হয়নি। এ বিষয়ে তিনি কোনো আক্ষেপও করেনি।
স্ট্যাসাসে তিনি আরও লেখেন, সবার কাছে প্রত্যাশা রাখব, অন্যের সমালোচনা না করে সামর্থ্য অনুযায়ী গরিব মানুষকে সহযোগিতা করুন। একজনের সমালোচনা না করে একটি মানুষকে সহযোগিতা করুন।
মেয়র মির্জার নিজ ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভের ভিডিওতে দেখা যায়, তিনি সারিবদ্ধ নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন। ২০ মিনিট ৫৮ সেকেন্ডের ফেসবুক লাইভ ভিডিওর ১৭ মিনিট ৩০ সেকেন্ডের সময় দেখা যায়- মেয়র মির্জা এক বৃদ্ধের হাতে শাড়ি দিয়েছেন। হাতে নেওয়ার পর ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করে অন্যটি নিতে চাইলে কাদের মির্জা তার বুকে ঘুষি মেরে সরিয়ে দেন। একই ভিডিওতে কিছুক্ষণ পর দেখা যায় ওই বৃদ্ধকে উদ্দেশ করে একটি শাড়ি ছুড়ে মারেন মির্জা।
সারাবাংলা/একে