আড়াইমাস আগে স্বামীকে হত্যার পর মৃতদেহ পুঁতে রাখেন রান্নাঘরে
১৭ জুলাই ২০২১ ০২:৪৭ | আপডেট: ১৭ জুলাই ২০২১ ১২:১২
মুন্সীগঞ্জ: স্বামীকে হত্যা করে রান্না ঘরে মৃতদেহ পুঁতে রাখেন স্ত্রী আকলিমা বেগম। মৃতদেহের ওপরে বসেই প্রতিদিন রান্নার কাজকর্ম চালিয়েছেন স্ত্রী আকলিমা বেগম। স্বামীকে হত্যা করে নিজেই থানায় গিয়ে নিখোঁজের সাধারণ ডায়েরি করেছিলেন। শুক্রবার (১৫ জুলাই) দুপুর দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেখানো স্থান থেকে স্বামীর লাশ উদ্ধার করে করা হয়।
নিহত পৌরসভার ৯নং ওয়ার্ডের রমজানবেগ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, আড়াই মাস আগে ২ মে মুন্সিগঞ্জ সদর থানায় শহর শাখা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত মোল্লার (৫০) নিখোঁজ হন। থানায় সাধারণ ডায়েরি করেন স্ত্রী আকলিমা। পরে তদন্তে আকলিমাকেই সন্দেহ করে পুলিশ। অন্যদিকে শুক্রবার (১৬ জুলাই) সকালে আরাফাত মোল্লার স্ত্রী আকলিমা বেগমের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায় আকলিমা বেগম তার স্বামী আরাফাত মোল্লাকে হত্যার বিবরণ দিচ্ছেন। এরপর দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে। বিকেলে তার দেখানো বাড়ির রান্না ঘরের মেঝে খুঁড়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, লাশ মাটি চাপা দেওয়ার সময় আকলিমাকে সহযোগিতা করার অপরাধে রিয়াজ (২৫) নামে আরেক যুবককে আটক করা হয়েছে। সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি জানান, স্বামীর পরকীয়া প্রেমের খবর জানার পর তিনি এই হত্যাকাণ্ড ঘটান।
আকলিমা পুলিশকে জানিয়েছেন, আরাফাত মোল্লাকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় সকালের দিকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেন।
সারাবাংলা/একে