করোনা কেড়ে নিলো ঢাবি শিক্ষার্থীর প্রাণ
১৭ জুলাই ২০২১ ০১:৪১ | আপডেট: ১৭ জুলাই ২০২১ ১১:৪০
ঢাকা: নভেল করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমন হোসেন শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে যশোর সদর হাসপাতালে মারা যান।
সুমনের সহপাঠী শাহনাজ শম্পা, জামান সামীসহ তার বেশ কয়েকজন বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তথ্যটি নিশ্চিত করেন।
স্যার এ এফ রহমান হলের তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন সুমন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুমনের ফুসফুস প্রায় ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। হাসপাতালে ভর্তির পর প্রথমে আইসিইউ এবং অবস্থা সংকটাপন্ন হলে পরে এইচডিইউ ইউনিটে স্থানান্তর করা হয় সুমনকে।
মানবাধিকার বিষয়ে সচেতনতা বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ভয়েস অ্যান্ড হিউম্যানিটির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন সুমন হোসেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার সহপাঠীরা।
সারাবাংলা/আরআইআর/একে