‘শেখ হাসিনাকে গ্রেফতারের পর কঠিন দুঃসময় পার করতে হয়েছে’
১৬ জুলাই ২০২১ ২০:৪৫
চট্টগ্রাম ব্যুরো: ওয়ান-ইলেভেন পরবর্তী জরুরি অবস্থার সময় সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের পর দলের নেতাকর্মীদের কঠিন দুঃসময় মোকাবেলা করতে হয়েছিল বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শুক্রবার (১৬ জুলাই) শেখ হাসিনার কারাবরণ দিবসের স্মরণে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা একথা বলেন।
বিবৃতিতে মাহতাব-নাছির বলেন, ‘অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় ধানমণ্ডির সুধাসদন থেকে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। সেদিন ১৬ জুলাই শেখ হাসিনার চট্টগ্রামে আসার কথা ছিল। পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য আসার কথা থাকলেও গ্রেফতার করায় তিনি সেদিন দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারেননি। তখন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীও কারাগারে ছিলেন।’
‘সারাদেশের মতো চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের কঠিন দুঃসময় মোকাবেলা করতে হয়েছিল। কিন্তু এই কঠিন দুঃসময় মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছিলেন নেতাকর্মীরা। চট্টগ্রামসহ সারাদেশে নেত্রীকে গ্রেফতারের প্রতিবাদ হয়েছিল। এজন্য দিনটি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিরূপ পরিস্থিতি মোকাবেলার মাইলফলক।’
বিবৃতিতে চট্টগ্রামবাসীকে কোভিডের টিকা গ্রহণের জন্য বাড়ি বাড়ি গিয়ে উদ্বুদ্ধ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মাহতাব উদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দীন।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে সভা-সমাবেশ এড়িয়ে নগর আওয়ামী লীগের উদ্যোগে উপাসনালয়ে প্রার্থনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সারাবাংলা/আরডি/একে