নরসিংদীতে কাভার্ড ভ্যান-লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত
১৬ জুলাই ২০২১ ২০:২৪ | আপডেট: ১৭ জুলাই ২০২১ ০২:১১
নরসিংদী: জেলায় মালবাহী কাভার্ড ভ্যান ও লেগুনার সংঘর্ষে শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে লেগুনার আরও ৪ যাত্রী। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে পাঁচদোনা ঘোড়াশাল সড়কের চাকশালে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন- লেগুনাচালক ও চার যাত্রী। এদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ সোমগ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫) ও সুনামগঞ্জ জেলার দোহার থানার সাইফুল ইসলামের ছেলে আল আমিন মিয়া (১০)।
পুলিশ জানায়, দুপুরে পাচঁদোনা থেকে যাত্রীবাহী লেগুনাটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল। লেগুনাটি পাঁচদোনা ঘোড়াশাল সড়কের চাকশালে পৌঁছালে অপরদিক থেকে আসা মালবাহী কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে লেগুনাচালক ও দুই যাত্রী নিহত হয়। আহত হয় আরও চার যাত্রী।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। সেখানে গুরুতর আহত আরও এক পুরুষ ও এক নারীর মৃত্যু হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।
সারাবাংলা/এমও