Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কিশোর অপরাধীদের নেতাসহ গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২১ ১৯:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থেকে কিশোর অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ আজিজ কোর্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার দু’জন হলো- মো. শাহ আলম ফাহিম প্রকাশ রিং ফাহিম (২০) এবং মো. জাহিদ (১৯)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘আগ্রাবাদ এলাকায় রিং গ্রুপ নামে একটি কিশোর অপরাধী চক্র আছে। এর দলনেতা ফাহিম। এলাকায় মারামারি, ঝগড়া, হামলা ছিনতাইসহ বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের সঙ্গে তারা জড়িত। গত ফেব্রুয়ারিতেও তারা বড় ধরনের মারামারিতে জড়ায়। ফাহিমের নামে আগেরও মামলা আছে। গত (বৃহস্পতিবার) রাতে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ফাহিমের কাছে একটি ছোরা পাওয়া গেছে।’

সারাবাংলা/আরডি/এমও

কিশোর অপরাধী কিশোর অপরাধী চক্র

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর