Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় কর্মহীনদের মাঝে বিসিএস ৯ম ব্যাচের ত্রাণ বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২১ ১৮:৪৬ | আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৮:৪৮

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ ফলে কর্মহীন দিনমজুর মানুষদের সহায়তায় আবারও এগিয়ে এলো বিসিএস ৯ম ব্যাচ ফোরাম।

শুক্রবার (১৬ জুলাই) ঢাকার ভাটারা এলাকায় বিসিএস ৯ম ব্যাচ ফোরামের কল্যাণ ফান্ডের আর্থিক সহায়তায় ৪০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে চাল, ডাল, তেল, চিনি, আলু, লবণ ও সেমাইসহ বিভিন্ন নিত্যপণ্য রয়েছে। এসব উপকরণ চার সদস্যদের একটি পরিবারের এক সপ্তাহ চলবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই বিতরণ কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারীসহ ফোরামের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের বক্তৃতায় সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও করোনা মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ফোরামের নেতারা।

উল্লেখ্য, গত বছর ছাড়াও চলতি বছরের ২৪ এপ্রিল ঢাকার ধোলাইপাড় এলাকায় বিসিএস নবম ব্যাচ ফোরামের উদ্যোগে একইভাবে কর্মহীন মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে ৪০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছিল।

সারাবাংলা/জেআর/এনএস

করোনায় কর্মহীন ত্রাণ বিতরণ বিসিএস ৯ম ব্যাচ ফোরাম

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর