Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ায় ৩ কোটি টাকার চিংড়ি পোনা জব্দের পর নদীতে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২১ ১৮:৫৮

নোয়াখালী: জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার আজমার খাল এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে প্রায় ১ কোটি ৬০ লাখ অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৬ জুলাই) সকালে এসব পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান বলেন, ‘গোপন সংবাদে বৃহস্পতিবার রাত ২টায় হাতিয়ার আজমার খাল থেকে প্রায় ১ কোটি ৬০ লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। পরে পোনাসমূহ উপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে শুক্রবার সকাল ৭টায় উপজেলার তমরদ্দি কোস্টগার্ড পল্টুন থেকে মেঘনা নদীতে পুনরায় অবমুক্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘এত পরিমাণ গলদা চিংড়ির রেণু পোনা এর আগে আর কখনো উদ্ধার করা যায়নি।’ নদীমাতৃক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের আইন শৃঙ্খলা, মৎস্যসম্পদ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোস্টগার্ড সবসময় সচেষ্ট রয়েছে বলেও তিনি জানান।

সারাবাংলা/এমও

চিংড়ি পোনা নদীতে অবমুক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর