Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালেবানের হামলায় সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২১ ১৫:৪০ | আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৯:৩০

আফগানিস্তানে পাকিস্তানের সীমান্ত সংলগ্ন স্পিন বলডাক জেলায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবান বিদ্রোহীদের সংঘর্ষের মাঝে পড়ে মারা গেছেন বার্তা সংস্থা রয়টার্সের পুলিৎজারজয়ী ভারতীয় ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকী।

শুক্রবার (১৬ জুলাই) আফগান বাহিনীর একজন কমান্ডারের বরাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রয়টার্স।

দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে বৃহস্পতিবার রাত থেকেই গুরুতর আহত অবস্থায় কান্দাহার প্রদেশের সেনা ছাউনিতে ছিলেন দানিশ, সেখানেই অবস্থার অবনতি হলে শুক্রবার তার মৃত্যু হয়।

৪০ বছর বয়সী ভারতীয় এই ফটোসাংবাদিক অ্যাসাইনমেন্ট নিয়ে কয়েকদিন আগেই আফগানিস্তানে যান। সেখান থেকে তালেবানদের সঙ্গে আফগান বাহিনীর মুখোমুখি হওয়ার অনেক ছবি রয়টার্সকে পাঠাচ্ছিলেন। পাশাপাশি, নিজের টুইটার থেকেও সেখানকার বিরল অনেক দৃশ্যের ছবি এবং ভিডিও শেয়ার করছিলেন তিনি।

সর্বশেষ টুইটার পোস্টে দানিশ লিখেছিলেন আফগান বাহিনীর একটি গাড়িতে থাকা অবস্থায় তারা তালেবানদের রকেট হামলার শিকার হয়েছেন।

এদিকে, জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র দানিশ সিদ্দিকী টেলিভিশন সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে ফটো সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নেন। ২০১০ সালে রয়টার্সে শিক্ষানবিশ ফটো সাংবাদিক হিসেবে যোগ দিয়ে ছয় বছরের মধ্যেই ইরাকের মসুলের যুদ্ধের ছবি তুলতে যান দানিশ।

এছাড়াও, ২০১৫ সালে নেপাল ভূমিকম্পের দূর্লভ কিছু ছবি তোলেন তিনি। ২০১৯-২০ সালে হংকংয়ের বিক্ষোভ এবং ২০২০ সালে দিল্লি সহিংসতার কিছু ছবি আলোচনা সৃষ্টি করেছিল।

অন্যদিকে, দানিশই ভারতের প্রথম পুলিৎজারজয়ী ফটো সাংবাদিক। ২০১৭ সালে সেনা অভিযানের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ছবি তুলে সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফটোগ্রাফিতে ২০১৮ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন তিনি। ভারতের রয়টার্সের ফটো বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত অবস্থায় তার মৃত্যু হলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

আফগান বাহিনী তালেবানের হামলা ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকী রয়টার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর