Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২১ ১৩:৫৯ | আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৪:১৩

বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পটুয়াখালী জেলায় এক জন, ভোলা জেলায় এক জন, পিরোজপুর জেলায় এক জন এবং বরগুনা জেলায় দুই জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন। অন্যদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৩৭৩ জনের মৃত্যু হলো।

বিজ্ঞাপন

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, একই সময় নতুন করে ৫৩৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৩১ জনে। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭১১ জন।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য বলছে, আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১৮৬ জন নিয়ে মোট ১০ হাজার ৬৮৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪৮ জন নিয়ে মোট ৩ হাজার ১২৭ জন, ভোলা জেলায় নতুন ৭১ জনসহ মোট ২ হাজার ৪৮৭ জন শনাক্ত হলেন।

এছাড়া পিরোজপুর জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট ৩ হাজার ৪৬৮ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ১৫৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৪ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২১০ জনে।

শেবাচিম হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন ও করোনা ওয়ার্ডে ১৯ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছেন ৩০৫ জন। এদের মধ্যে ১১৫ জন করোনা ওয়ার্ডে এবং ১৯০ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

সারাবাংলা/টিআর

করোনায় মৃত্যু শেবাচিম হাসপাতাল সংক্রমণ শনাক্ত

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর