Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তানে ট্রাকচাপায় হোটেলের ২ কর্মচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২১ ০৮:২৫ | আপডেট: ১৬ জুলাই ২০২১ ১০:০৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলিস্তানে ফোয়ারা এলাকায় একটি খাবার হোটেলের দুই কর্মচারীকে চাপা দিলে ঘটনস্থলেই তারা নিহত হয়েছেন। টহল পুলিশ ট্রাকটি জব্দ করে এর চালককে থানায় নিয়ে গেছে। মরদেহ দুইটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— জাকির হোসেন (৩০) ও শাকিল (১৫)। তারা গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত রাজ হোটেলের কর্মচারী। ওই এলাকাতেই তারা দু’জন থাকতেন।

বিজ্ঞাপন

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কাজি আশরাফুল হক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রাতে ১টার দিকে হোটেলের কাজ শেষে হোটেলের ময়লা গুলিস্তান ফোয়ারার পাশে ডাস্টবিন ফেলতে যান জাকির ও শাকিল। ময়লা ফেলে হোটেলে ফেরার সময় একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

এসআই আরও জানান, ঘটনার পরপরই টহলরত পুলিশ ট্রাকটি জব্দ করতে সমর্থ হয়েছে। ট্রাকের চালককেও আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, নিহত জাকিরের বাবার নাম নুরুল ইসলাম। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সারাবাংলা/এসএসআর/টিআর

টপ নিউজ ট্রাকচাপা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর