নৌ প্রতিমন্ত্রীর উদ্যোগে দুই হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন
৫ জুলাই ২০২১ ০৫:১৬ | আপডেট: ১৬ জুলাই ২০২১ ০০:২৪
দিনাজপুর: করোনা আক্রান্ত রোগীদের যেন অক্সিজেনের অভাবে পড়তে না হয়, সে জন্য নিজস্ব উদ্যোগে দিনাজপুর জেলার বিরল ও বোচাগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করে দিচ্ছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাশার মো. সায়েদুজ্জামান জানান, ঢাকাv স্পেকট্রা ইন্টার ন্যাশনাল লিমিটেডের তত্ত্বাবধানে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার সংযোগ ক্ষমতাসম্পন্ন সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের কাজ সম্পন্নের পথে। আগামী ৯ জুলাই এর মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
তিনি বলেন, সারাদেশের মতো বোচাগঞ্জেও বেড়ে চলেছে করোনা রোগীদের সংখ্যা। গুরুত্বর অসুস্থ রোগীরা অক্সিজেনের জন্য ছুটে বেড়াচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। করোনা রোগীাদের এই দুঃসময়ে নিজ জন্মস্থানে অক্সিজেন সেবা নিশ্চিত করতে ব্যক্তিগত তাড়না থেকে মানবতার ডাকে সাড়া দিতে এই মহতি উদ্যোগ নিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আফছার আলী বোচাগঞ্জ বাসীর পক্ষ থেকে নৌ প্রতিমন্ত্রীর এই মহতি উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজ নির্বাচনী এলাকার বিরল স্বাস্থ্য কমপ্লেক্সেও সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। শিগগিরই তা চালু হবে।
বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায় বলেন, ‘বিরলেও নৌ প্রতিমন্ত্রী সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠন তা বাস্তবায়নে কাজ করছেন। আগামী কয়েকদিনের মধ্যেই তা চালু হবে।’ নৌ প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান রমা কান্ত রায়।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলছেন, উত্তরাঞ্চলের উপজেলা পর্যায়ে সর্বপ্রথম বোচাগঞ্জে এই প্রথম সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজ নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। যার আনুমানিক ব্যয় হবে প্রায় ৪০ লাখ টাকা। করোনা রোগীর জরুরী চিকিৎসা সেবাসহ অন্যান্য জটিল রোগীদের দ্রুত চিকিৎসা সেবায় বিশেষ ভূমিকা পালন করবে এই সেন্ট্রাল অক্সিজেন। যেখানে বাংলাদেশসহ গোটা বিশ্বে অক্সিজেনের তীব্র সংকট চলছে সেই মুহুর্তে বোচাগঞ্জের মত একটি উপজেলায় সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করে দিয়ে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় সংসদ সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এলাকার গরিব অসহায় মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে তার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
সারাবাংলা/একে