Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরাণীগঞ্জে গ্যাস সিলিন্ডার ‘লিকেজ’ থেকে আগুন, দগ্ধ ৫

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২১ ২৩:৩১

ঢাকা: দক্ষিণ কেরাণীগঞ্জের ভাগৈইর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার ‘লিকেজ’ থেকে আগুনে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছে। এর মধ্যে দুই শিশু রয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- রাজু আহমেদ (২৮), তার দুই মেয়ে জান্নাত (৫) ও রোজা (৩), রাজুর বোন শারমিন আক্তার (২৪) ও প্রতিবেশী হাবিবুর রহমান হাবিব (১৯)।

দগ্ধ রাজু জানায়, তাদের বাসা দক্ষিণ কেরানীগঞ্জের ভাগৈইর এলাকায়। সে নিজেই সন্ধ্যায় নতুন এলপি গ্যাসের সিলিন্ডার কিনে নিয়ে আসে। পরে রান্নাঘরে চুলায় সংযোগ দেয়। এক পর্যায়ে গ্যাস বের হয় কি না তা পরীক্ষা করার জন্য ম্যাচ দিয়ে আগুন ধরায়। এ সময় ফুলকি দিয়ে রান্নাঘরসহ সব ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হয়। রাজুর ধারণা, সিলিন্ডারের সঙ্গে থাকা পাইপ লিকেজের কারণে এই আগুনের ঘটনা ঘটেছে।

দগ্ধ হাবিবের বাবা মোতালেব হোসেন জানায়, তাদের বাসা একই এলাকায়। হাবিব সন্ধ্যায় মোবাইলে কথা বলতে বলতে রাজুদের বাসায় যায়। তখনই ওই বাসার আগুন থেকে দগ্ধ হয়।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, দগ্ধ চারজনের মধ্যে দুই শিশুর অবস্থা গুরুতর। শিশু রোজার শরীরে ৪৬ শতাংশ, জান্নাতের ২৬ শতাংশ, শারমিনের ১০ শতাংশ, হাবিবের ৩০ শতাংশ এবং রাজুর ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর