অনলাইনে ২ লাখেরও বেশি পশু বিক্রি
১৫ জুলাই ২০২১ ২০:৫৬ | আপডেট: ১৬ জুলাই ২০২১ ০০:৪৪
ঢাকা: সারাদেশে অনলাইনে এখন পর্যন্ত দুই লাখেরও বেশি কোরবানিযোগ্য পশু বিক্রি হয়েছে। বুধবার (১৪ জুলাই) পর্যন্ত ২ লাখ ১৪ হাজার পশু বিক্রি হয়েছে বলে বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রাণিসম্পদ অধিদফতরের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিক্রি করা এসব পশুর বাজার মূল্য দেড় হাজার কোটি টাকার বেশি।
প্রাণি সম্পদ অধিদফতর জানিয়েছে, সারাদেশে গড়ে তোলা অনলাইন প্ল্যাটফর্মে এখন পর্যন্ত গরু ও মহিষ বিক্রি হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭২৯ টি। আর ছাগল ভেড়া বিক্রি হয়েছে ৪৬ হাজার ২৬৪ টি। অনলাইনে পশু বিক্রির দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগেই গরু ও মহিষ বিক্রি হয়েছে ১ লাখের বেশি। আর সবচেয়ে পিছিয়ে আছে ময়মনসিংহ। বিভাগটিতে অনলাইনে এখন পর্যন্ত ৬২০টি গরু মহিষ বিক্রি হয়েছে।
এদিকে, ইক্যাব ও সরকারের খোলা ডিজিটাল হাটে এখন পর্যন্ত ৪৫৫টি গরু-ছাগল বিক্রি হয়েছে। ইক্যাব জানিয়েছে, এর মধ্যে গরু ৩৮৮টি, ছাগল ৫৮টি ও ভেড়া ৯টি।
আরও পড়ুন: অনলাইনে পশু কেনাকাটায় সরকারের জোর তৎপরতা
সারাবাংলা/ইএইচটি/পিটিএম