একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ জনের মৃত্যু, শনাক্ত আরও ১২২৩৬
১৫ জুলাই ২০২১ ১৭:৫৭ | আপডেট: ১৫ জুলাই ২০২১ ১৮:৫৯
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে ২২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন করোনা রোগী। মৃত্যুর সংখ্যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ১৪ জুলাই মৃত্যুর সংখ্যা ছিল ২১০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১২ জুলাই ২২০ জন, ১১ জুলাই সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়। এ নিয়ে টানা পাঁচদিন করোনাভাইরাসে দুই শতাধিক মানুষের মৃত্যু হলো।
এর আগে শনিবার (১০ জুলাই) ১৮৫ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে দেশে ১২ হাজার ২৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। ১৪ জুলাই সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল ১২ হাজার ৩৮৩ জন। ১২ জুলাই একদিনে ১৩ হজার ৭৬৮ জন শনাক্তের রেকর্ড হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৩৬ জন সংক্রমণ নিয়ে দেশে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন।
বুলেটিনে উল্লেখ করা হয় সারাদেশে নমুনা পরীক্ষার জন্য মোট গবেষণাগার ছিল ৬২৭টি। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫০টি, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৪৪৭টি।
আরও পড়ুন: বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্তে পরামর্শক কমিটির উদ্বেগ
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৬ হাজার ৬০৪টি। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৯৪১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৪৪ হাজার ৪২০টি।
গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে ১২ হাজার ২৩৬ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন। একই সময়ে সুস্থ হয়েছে ৮ হাজার ৩৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।
গত একদিনে নমুনা সংগ্রহের বিপরীতে করোনা রোগী শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৫ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ৫১। প্রতি ১০০ জনের মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।
আরও পড়ুন: বিধিনিষেধ শিথিলের আগের দিনেই সব ‘স্বাভাবিক’!
করোনায় মারা যাওয়া ২২৬ জনের মধ্যে পুরুষ ১৪০ জন, মহিলা ৮৬ জন। এ পর্যন্ত পুরুষ রোগী মারা গেছেন ১২ হাজার ৫৩ জন, নারী মৃত্যু হয়েছে ৫ হাজার ২২৫ জনের। পুরুষ রোগী মৃত্যুর হার ৬৯ দশমিক ৭৬ শতাংশ। নারী রোগী মৃত্যুর হার ৩০ দশমিক ২৪ শতাংশ।
বয়সভিত্তিক মৃত্যুর সংখ্যা শূন্য থেকে ১০ বছর বয়সী রয়েছেন একজন, ১১ থেকে ২০ বছর বয়সী একজন, ২১ থেকে ৩০ বছর বয়সী রয়েছেন ৬ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী রয়েছে ১২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ৩৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী রয়েছেন ৪৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ৫০ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী রয়েছেন ৪৪ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ২২ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী তিনজন, একশ ঊর্ধ্ব রয়েছেন দুইজন।
আরও পড়ুন: ঈদ উদযাপনে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল
বিভাগওয়ারী ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৭৪ জনের, চট্টগ্রামে ৪২ জন, রাজশাহীতে ২৪ জন, খুলনায় ৫২ জন, বরিশালে ছয়জন, সিলেটে ৫ জন, রংপুরে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে রয়েছেন ১০ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৮ জন, বেসরকারি হাসপাতালে ৩৮ জন এবং বাসায় মারা যান ২০ জন।
সারাবাংলা/একে