Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রতিনিধিদের ভ্যাকসিন দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২১ ১৭:৪৯

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অগ্রাধিকারভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) স্থানীয় সরকার বিভাগ থেকে এ চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতায় নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে দেশব্যাপী পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ (সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) তৃণমূল পর্যায়ে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে।

জানানো হয়, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৬৭ হাজারের বেশি নির্বাচিত জনপ্রতিনিধি নানা কাজ করে যাচ্ছেন। তাদের অনেকেই এখনও করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে পারেননি। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় সরকার বিভাগ চিঠিতে অনুরোধ জানিয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

করোনাভাইরাস জনপ্রতিনিধি ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর