Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ থেকে নিবন্ধনের সুযোগ যাদের নেই, তাদের পাশে পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২১ ১৬:০৬ | আপডেট: ১৫ জুলাই ২০২১ ১৭:৪১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বুথ খুলে জাতীয় সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের নিবন্ধন কার্যক্রম শুরু করেছে পুলিশ। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ যাদের নিজ থেকে নিবন্ধনের সুযোগ নেই বা সচেতনতা কম— তাদের কথা মাথায় রেখে এ সেবা কার্যক্রম চালু করা হয়। তবে সব ধরনের নাগরিকরাই এ সুবিধা পাচ্ছেন।

ভ্যাকসিনের নিবন্ধনের জটিলতা এড়াতে নাগরিকদের চট্টগ্রাম নগর পুলিশের খোলা বুথে গিয়ে সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে নগরীর কোতোয়ালী মোড়ে একটি বুথের মাধ্যমে সিএমপির দক্ষিণ বিভাগ এ কার্যক্রম চালু করেছে।

বিজ্ঞাপন

নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার বিজয় বসাকের পরিকল্পনায় নিবন্ধন কার্যক্রমে সহায়তা দিচ্ছে ‘যাত্রী ছাউনি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দেশে পুলিশের পক্ষ থেকে সিএমপিই প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছে।

আজ বেলা সাড়ে ১২টার দিকে ওই বুথে গিয়ে দেখা যায়, ১৬ জন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে কেউ পান-সিগারেটের দোকানি, কেউ দোকান কর্মচারী, রিকশাচালক ও প্রবীণরাও আছেন। তবে আস্তে আস্তে ভিড় বাড়ছিল এবং পুলিশ তাদের সামাজিক দূরত্ব মেনে সারি বেঁধে দাঁড় করিয়ে দিচ্ছিল।

নগরীর ফিরিঙ্গিবাজারের একটি দর্জি দোকানের কর্মচারী মো. হান্নান পুলিশের বুথে নিবন্ধন সম্পন্ন করেন। তিনি সারাবাংলাকে বলেন, ‘কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা জানতাম না। তাই প্রথমদিকে ভ্যাকসিন দেওয়ার ইচ্ছা থাকলেও পারিনি। এখন কোনো ধরনের ঝামেলা ছাড়াই ওনারা আমার নিবন্ধন করে দিয়েছেন।

বিজ্ঞাপন

নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং এক কপি অনুলিপি জমা দিতে হচ্ছে। দু’টি ল্যাপটে ‘যাত্রী ছাউনি’র স্বেচ্ছাসেবীরা আলাদা-আলাদাভাবে নিবন্ধন করছেন। নিবন্ধন শেষে ‘নিবন্ধিত স্লিপের’ সঙ্গে মূল এনআইডি কার্ড ফেরত দেওয়া হচ্ছে। সঙ্গে পুলিশ শুভেচ্ছা ‍উপহার হিসেবে দিচ্ছে মাস্ক ও চকলেট।

তবে এর আগে নিবন্ধন খাতায় লিখে রাখা হচ্ছে তাদের নাম-ঠিকানা, এনআইডি ও মোবাইল নম্বর। নিবন্ধনের সময় পুলিশ ও ‘যাত্রী ছাউনি’র স্বেচ্ছাসেবীরা সেবাপ্রার্থীদের কাছ থেকে সুবিধাজনক কেন্দ্রের নাম জেনে তাদের ইচ্ছা অনুসারেই কেন্দ্র নির্ধারণ করে দিচ্ছেন।

লোহাগাড়া থেকে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা বৃদ্ধ আব্দুস শুক্কুরও নিবন্ধন করেছেন পুলিশের এই বুথে। তিনি জানান, বাড়িতে ফিরে যাবার পথে কোতোয়ালীর মোড়ে এসে বুথ দেখে নিবন্ধনের জন্য দাঁড়ান। বয়স্ক হওয়ায় পাঁচ মিনিটের মধ্যে তাকে দ্রুত নিবন্ধনে সহযোগিতা করে পুলিশ। ডায়াবেটিস বাড়তি থাকায় চিকিৎসকের পরামর্শে প্রথমে ভ্যাকসিন নেননি। এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। কিন্তু নিবন্ধন করা ঝামেলা ভেবে এতদিন করেননি।

দুপুর ১টার দিকে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর কোতোয়ালীর মোড়ে বুথে নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে যান। তিনি সেবা নিতে আসা লোকজনকে শুভেচ্ছা জানান। সিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, ‘যারা সুরক্ষা অ্যাপ ব্যবহার করতে পারেন না বা সুযোগ নেই অথবা ঝামেলা বোধ করছেন। তারা যাতে ভ্যাকসিনেশনের বাইরে না থাকেন, সেজন্য আমাদের এই উদ্যোগ। আমাদের কার্যক্রমে ‘যাত্রী ছাউনি’ সংগঠন সার্বিক সহায়তা দিচ্ছে। মূলত সরকারের ভ্যাকসিনেশন কার্যক্রমকে গতিশীল করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’

নিবন্ধন কার্যক্রমের উদ্যোক্তা নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার বিজয় বসাক সারাবাংলাকে বলেন, ‘সরকারের তরফ থেকে প্রতিটি মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার কথা বলা হয়েছে। আমরা সরকারের এই ঘোষণা বাস্তবায়নে ‘যাত্রী ছাউনি’ সংগঠনকে নিয়ে নিবন্ধন সেবা কার্যক্রম শুরু করেছি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোতোয়ালীর মোড়ের এই বুথে নিবন্ধন চলবে। শুধুমাত্র ঈদুল আযহার বন্ধের সময় তিনদিন বন্ধ থাকবে। আপনারা দেখেছেন, শুরুর দিনেই মানুষের সাড়া আমরা পেয়েছি। সুতরাং এটা চলতে থাকবে। ভবিষ্যতে দক্ষিণ বিভাগের অধীনে আরও কয়েকটি এলাকায় আমরা এই সেবা চালু করব বলে পরিকল্পনা করেছি।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘শুধুমাত্র নিবন্ধনকে ঝামেলা মনে করে অনেকে ইচ্ছা থাকার পরও সেটা করেননি। আবার অনেকে নিজেরা করতে পারেন না। বিভিন্ন পাড়া-মহল্লায় টাকা দিয়ে নিবন্ধন করা হচ্ছে, এমন অভিযোগও আমরা পেয়েছি। পুলিশের এই বুথ থেকে সার্বিকভাবে মানুষ উপকৃত হবে বলে আমরা আশা করছি। ভ্যাকসিনেশন কার্যক্রমও ত্বরান্বিত হবে।’

স্বেচ্ছাসেবী সংগঠন ‘যাত্রী ছাউনি’র প্রতিষ্ঠাতা ফরহাদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘নিম্ন আয়ের মানুষ, স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত লোকজন, রিকশাওয়ালা ও শ্রমিকদের কথা মাথায় রেখে আমরা পুলিশের সঙ্গে নিবন্ধন কার্যক্রমে যুক্ত হয়েছি। আমরা চাই, তারাও যেন ভ্যাকসিনেশনের আওতায় আসে। নগরীর প্রত্যেক মোড়ে মোড়ে বুথ তৈরি করে এভাবে মানুষকে সেবা দেওয়ার ইচ্ছা আমাদের আছে।’

সারাবাংলা/আরডি/এনএস

করোনাভাইরাস চট্টগ্রাম পুলিশ ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম যাত্রী ছাউনি সংগঠন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর