Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যানজটে নাকাল রাজধানীবাসী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২১ ১৪:১১ | আপডেট: ১৫ জুলাই ২০২১ ১৫:৩৪

ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধে সরকারি কঠোর বিধিনিষেধ দুই সপ্তাহ পর শিথিল করা হয়েছে। বিধিনিষেধ শিথিলের প্রথম দিনেই রাজধানীতে দেখা গেছে তীব্র যানজট। রাজধানীর সড়ক, মহাসড়কগুলো যানজটে আটকে রয়েছে। এমনকি ফ্লাইওভারেও ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকতে দেখা গেছে। পথচারীরা বলছেন, মানুষজন সবাই একবারে ঘর থেকে বের হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক ও ফ্লাইওভার ঘুরে যানজটের এসব চিত্র চোখে পড়ে। পুরান ঢাকার নয়াবাজার, তাঁতিবাজার, বংশাল ও বাবুবাজার ব্রিজ, হানিফ ফ্লাইওভার, মগবাজার ফ্লাইওভার, মালিবাগ, চানখারপুল, মৎসভবন, কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্প এলাকাসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা গেছে।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ী এলাকায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, গ্রামে যাচ্ছি। সকালে বের হয়েছি নারায়ণগঞ্জ থেকে। দুপুর ১২টায় এসেছি যাত্রাবাড়ীতে। গাবতলী গিয়ে বাস ধরে রংপুরে যাব। কত সময় লাগবে ধারণাও করতে পারছেন না তিনি। তবে আশঙ্কা করছেন যানজটের কারণে চার/পাঁচগুণ সময় বেশি লাগতে পারে।

চকবাজারে যাবেন আবু তালেব। তিনি চাঁনখারপুলে এক ঘণ্টার মতো আটকে ছিলেন। এরপর পুরাতন জেলখানা মোড়ে গিয়ে আবারও আধা ঘণ্টা আটকে ছিলেন। তিনি বলেন, আজকে মনে হচ্ছে ঢাকার সব গাড়ি, সব রিকশাভ্যান একসঙ্গে সড়কে নেমেছে। যেন একটা মানুষও আজ ঘরে নেই। সব মানুষ সড়কে নেমেছে।

সারাবাংলা/ইউজে/এএম

যানজট রাজধানীবাসী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর