Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় কোভিডজনিত ৬ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২১ ১১:৫০

চুয়াডাঙ্গা: জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৯৬ নমুনা পরীক্ষায় ১৩১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একইসঙ্গে, করোনা আক্রান্ত হয়ে চার জন এবং উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে কোভিড ফোকাল পার্সন ডা. এ.এস.এম. ফাতেহ আকরাম জানান, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬৪, আলমডাঙ্গায় ২৫, দামুড়হুদায় ১৭ এবং জীবননগরে ২৫ জন রয়েছেন।

নমুনা বিবেচনায় আক্রান্তের হার ২৬ দশমিক ৪১ শতাংশ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৫৫ জনে। একই সময়ে মধ্যে, ৮৭ জন সুস্থ হওয়ায় এ পর্যন্ত সেরে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৮৭৫ জনে। এ পর্যন্ত সরকারি হিসাবে কোভিডজনিত মৃত্যু হয়েছে ১৪৭ জনের। যদিও বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও বেশি।

এদিকে, জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রয়েছেন দুই হাজার ৩৩ জন। তার মধ্যে হোম আইসোলেশনে আছেন এক হাজার ৯১৫ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ১১৮ জন। আরও ৪৭৮ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। যার ফলাফল এখনো পাওয়া যায়নি।

সারাবাংলা/একেএম

কোভিডজনিত মৃত্যু নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর