লঞ্চ চলাচল শুরু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২১ ০৯:৩৪ | আপডেট: ১৫ জুলাই ২০২১ ১২:৪১
১৫ জুলাই ২০২১ ০৯:৩৪ | আপডেট: ১৫ জুলাই ২০২১ ১২:৪১
চাঁদপুর: ২১ দিন পর চাঁদপুর থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ছয়টা থেকে বেশ কিছু লঞ্চ ঢাকার উদ্দেশে চাঁদপুর ঘাট ছেড়ে গেছে।
ঘাটে যাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেলেও লঞ্চগুলোকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে দেখা যায়। মহামারি করোনাভাইরাসের কারণে যাত্রীদের মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে উঠতে দেখা যায়। দীর্ঘদিন পর লঞ্চ চলাচল শুরু হওয়ায় ঘাটে যাত্রীদের ব্যাপক উপস্থিতি ছিল।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে চালু হওয়া লঞ্চ চলবে আগামী ২৩ জুলাই ভোর ছয়টা পর্যন্ত।
লঞ্চ যাত্রীদের স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন বিষয় মনিটরিং করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বন্দর কর্তৃপক্ষকে বেশ তৎপর দেখা গেছে।
সারাবাংলা/এএম