Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটিশ রণতরীতে করোনার হানা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২১ ০৯:২৫ | আপডেট: ১৫ জুলাই ২০২১ ১২:৩৯

ব্রিটিশ নৌ বাহিনীর বিমানবাহী রণতরী ‘এইচএমএস কুইন এলিজাবেথ’ এ থাকা অন্তত ১০০ নাবিক বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত, এমন খবর জানিয়েছে বিবিসি।

একই বহরে থাকা আরও চারটি জাহাজেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর মিলেছে। রণতরীর এই বহরটি মিত্রেদেশগুলোর সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নিতে দক্ষিণ চীন সাগরের পথে রয়েছে।

এ ব্যাপারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, সব নাবিককে দুই ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের কারও অবস্থাই গুরুতর নয়। সংক্রমণ মোকাবিলার চেষ্টা চলছে।

এদিকে, এইচএমএস কুইন এলিজাবেথ রণতরীর নেতৃত্বে যুক্তরাজ্যের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের (সিএসজি) রণতরীর বহর মে মাসের শেষ দিকে যাত্রা শুরু করেছে। বহরটি এখন ভারত মহাসাগরে প্রবেশ করেছে।

ব্রিটিশ নৌ বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, করোনার বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই সবার মাস্ক পরা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের খুঁজে বের করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কিছু সংখ্যক নাবিকের দেহে কোভিড শনাক্ত হয়েছে। এতে তাদের কাজ এবং মিশনে কোনো প্রভাব পড়বে না।

এর আগে, ২০২০ সালে এইচএমএস নর্থামবার‌ল্যান্ড নামের আরেকটি রণতরীতে কয়েকজনের মধ্যে কোভিড-১৯ উপসর্গ দেখা দেওয়ার পর জাহাজটিকে উপকূলে ফিরে যেতে হয়েছিল। বড়দিনের সময়ে নাবিকদেরকে আইসোলেশনে থাকতে হয়েছিল।

প্রসঙ্গত, বিশ্ব সফরে বেরিয়ে এইচএমএস কুইন এলিজাবেথ সমুদ্রপথে ২৬ হাজার মাইল পাড়ি দিয়েছে। পোর্টসমাউথ নৌ ঘাঁটি থেকে এর যাত্রা শুরু হয়েছিল। তার আগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রধানমন্ত্রী বরিস জনসন রণতরীটি পরিদর্শন করেছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

করোনার হানা টপ নিউজ ব্রিটিশ রণতরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর