ঈদযাত্রীদের ভিড় নেই শিমুলিয়া ঘাটে
১৫ জুলাই ২০২১ ০৯:০৫ | আপডেট: ১৫ জুলাই ২০২১ ১১:০৭
মুন্সীগঞ্জ: ঈদকে সামনে রেখে সাতদিনের জন্য শিথিল করা হয়েছে সরকার ঘোষিত বিধিনিষেধ। ছোটবড় সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। চলছে লঞ্চ ও ফেরি। তারপরও বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীদের তেমন একটা ভিড় দেখা যায়নি। ফেরি ঘাটগুলোতে ছোটবড় যানবাহনের কিছুটা চাপ থাকলেও ফেরিঘাটে যাত্রীদের তেমন কোনো ভিড় নেই।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে শিমুলিয়া ফেরিঘাটে এ দৃশ্য দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, নৌরুটে ১০টি ফেরি চলছে। ঘাটে পদ্মা নদী পারাপারের অপেক্ষায় প্রায় তিনশত যানবাহন রয়েছে। তবে ফেরি ঘাটে যাত্রীদের কোনো ভিড় নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক সাহাদাত হোসেন জানান, এ রুটে মোট ৮৭টি লঞ্চের মধ্যে ৭৮টি লঞ্চ চলাচল করছে। বাকি লঞ্চগুলোর কাগজপত্র আপডেট করা নেই বলে চলছে না। লঞ্চঘাটগুলোতে যাত্রীদের চাপ স্বাভাবিক।
সারাবাংলা/এএম