Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের পরে ১৪ দিন কর্মস্থল ছাড়তে পারবে না সরকারি কর্মচারীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২১ ০২:৩৫ | আপডেট: ১৫ জুলাই ২০২১ ০৯:২৬

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ কার্যকর করবে সরকার। এ সময়ে অফিস বন্ধ থাকলেও সরকারি কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে সব সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বিধিনিষেধ চলাকালীন সচিবদের অধীনস্থ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সকল দফতরের সরকারি কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকা এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে সরকারি, বেসরকারিসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি গণপরিবহন, শপিংমল শিল্প কারখানাও বন্ধ থাকবে।

সারাবাংলা/জেআর/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর