Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই মাস অত্যন্ত কঠিন, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২১ ০০:২৬ | আপডেট: ১৫ জুলাই ২০২১ ০৮:২৪

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছে। জুলাইয়ের ১৪ দিনেই জুন মাসের সমান রোগী পাওয়া গেছে। এমন অবস্থায় জুলাই কোভিড-১৯ সংক্রমণের জন্য আরও কঠিন সময় বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মানতে উদাসীন হলে দেশে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করেছে সংস্থাটি।

বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ আশঙ্কার কথা জানান প্রতিষ্ঠানটির অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডাইরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘জুনে এক লাখ ১২ হাজার ৭১৮ জন রোগী শনাক্ত হয়েছিল। আর জুলাইয়ের ১৪ দিনে আমরা এত রোগী পেয়ে গেছি। এই মাসের আরও ১৬ দিন বাকি আছে। যেহেতু সংক্রমণের মাত্রা এখন অনেক বাড়ছে, স্বাস্থ্যবিধি ও প্রতিরোধে ব্যবস্থা যদি না নেওয়া হয়, দুই সপ্তাহ পর্যন্ত টানা এভাবে চলতে পারে। আর মৃত্যু চলতে পারে তিন সপ্তাহ পর্যন্ত।’

তিনি বলেন, ‘হাসপাতালে যদি আর নতুন রোগীকে জায়গা দেওয়া না যায়, তাহলে আমরা সবাই বিপদে পড়ে যাব।’

অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘গত বছর থেকে বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট ও ভ্যারিয়েন্ট অব কনসার্ন নিয়ে বাংলাদেশ সংগ্রাম করে যাচ্ছে। আমরা পর্যবেক্ষণ করছি, বর্তমান সময়ের করুণতম পরিস্থিতির উপক্রমে আমরা চলে এসেছি। যেখানে সংক্রমণের মাত্রা ও মৃত্যু ক্রমাগত বাড়ছে।’

সারাবাংলা/এসবি/পিটিএম

অবনতি জুলাই পরিস্থিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর