কোরবানির হাট বন্ধ রাখার সুপারিশ
১৫ জুলাই ২০২১ ০০:১৯ | আপডেট: ১৫ জুলাই ২০২১ ০৮:০৯
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ পর্যায়ে। এমন অবস্থায় দেশে লকডাউনের (বিধিনিষেধ) অংশ হিসেবে কমিটি কোরবানির হাট বন্ধ রাখার প্রস্তাব করেছে কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। প্রয়োজনে ডিজিটাল হাট পরিচালনার ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে কমিটির ৪১তম অনলাইন সভায়।
বুধবার (১৪ জুলাই) রাতে মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১২ জুলাই) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪১তম অনলাইন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ। সভায় কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে কিছু সুপারিশ গৃহীত হয়।
জুলাইয়ের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে দেশে ঈদ-উল-আজহা উদযাপন হবে। এ উপলক্ষে সরকার লকডাউন শিথিল করে সীমিত পরিসরে কোরবানির হাট পরিচালনার সিদ্ধান্ত নিলে, সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ প্রয়োগের সুপারিশ করা হয় বিজ্ঞপ্তিতে।
সুপারিশগুলো হলো- শহর এলাকায় কোরবানির পশুর হাট বসার অনুমতি না দেওয়া। শারীরিক দূরুত্ব এবং অন্যান্য স্বাস্থ্যবিধি বজায় রেখে উন্মুক্ত স্থানে কোরবানির পশুর হাট বসানোর অনুমতি দেওয়া যেতে পারে। ৫০ বছর বা তার বেশি বয়সী এবং অন্য কোনো রোগে আক্রান্ত ব্যক্তির কোরবানির হাটে না যাওয়ার বিষয়ে উৎসাহিত করা। হাটে প্রবেশ ও বের হওয়ার জন্য নির্দিষ্টভাবে আলাদা পথ রাখাসহ সেখানে আসা সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে না গিয়ে, যে যেখানে আছেন সেখানে অবস্থান করার বিষয়ে উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও জনসাধারণের অনলাইন কোরবানির হাটের সুবিধা গ্রহণ উৎসাহিত করার বিষয়ে উল্লেখ করা হয়েছে সভায়। বাড়ির আঙিনায় কোরবানি না করে, সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করার পরামর্শের বিষয়ে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, ঈদুল ফিতরের নামাজের জামাত যেভাবে আয়োজন করা হয়েছিল, এবারও তেমনভাবে ঈদুল আজহার জামাত আয়োজন করা যেতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে অনেক কোভিড ডেডিকেটেড হাসপাতালে শয্যার অতিরিক্ত রোগী ভর্তি আছে। ফলে চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে ফিল্ড হাসপাতাল স্থাপন অতি জরুরি। তবে স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যেই বিভিন্ন পর্যায়ে ফিল্ড হাসপাতাল স্থাপনের নিয়েছে। সেই উদ্যোগকে সভায় অভিনন্দন জানানো হয় এবং দ্রুত বাস্তবায়নের অনুরোধ করা হয়।
সারাবাংলা/এসবি/পিটিএম