কোরবানির পশুর হাটে মানতে হবে যেসব নির্দেশনা
১৪ জুলাই ২০২১ ২০:৩৫ | আপডেট: ১৫ জুলাই ২০২১ ০০:১৯
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কোরবানির পশুর হাটের প্রবেশ পথে তাপমাত্রা মাপের যন্ত্র রাখার পাশাপাশি হাত ধোয়ার পর্যাপ্ত পানি, বেসিন এবং জীবাণুনাশক সাবান রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে বৃদ্ধ ও শিশুদের হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে এমন ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জুলাই) তথ্য অধিদফতর থেকে পাঠানো বিবরণীতে এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনাগুলো হলো:
১। ঈদুল আজহা উপলক্ষ্যে অনলাইনের পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি ও সরকারের অন্যান্য নির্দেশনা মেনে কোরবানির পশুর হাট বসাতে হবে।
২। কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের একমুখী চলাচল থাকতে হবে অর্থাৎ প্রবেশ ও বর্হিগমন পথ আলাদা থাকতে হবে।
৩। হাতে পর্যাপ্ত সময় রেখে পশু ক্রয় নিশ্চিত করতে হবে।
৪। শিশু ও বৃদ্ধদের হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে।
৫। পশুর হাটে জাল টাকা শনাক্তকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
৬। হাটে আগত সকলের স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে হবে।
৭। পশুর হাটের প্রবেশ পথে তাপমাত্রা মাপের যন্ত্র রাখার পাশাপাশি হাত ধোয়ার পর্যাপ্ত পানি, বেসিন এবং জীবাণুনাশক সাবান রাখতে হবে।
৮। অনলাইনে পশু ক্রয়-বিক্রয়ে মানুষকে উৎসাহিত করতে হবে। অনলাইনে পশু ক্রয়-বিক্রয়ের জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ, ই- ক্যাবের যৌথ উদ্যোগে এবং এটুআই’র কারিগরি সহায়তায় এ ব্যবস্থা চালু করা হয়েছে। এর আওতায় www.digitalhat.net এর প্লাটফর্মে সারাদেশে ২৪১টি ডিজিটাল হাট যুক্ত করা হয়েছে।
৯। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় এমন স্থানে পশুর হাট বসানো যাবে না। এ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
১০। পশুর হাটে সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়ানো, প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
১১। সরকার নির্ধারিত স্থানে কোরবানি দিতে হবে।
১২। পশু কোরবানির পর ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্জ্য অপসারণের ব্যবস্থা করবে।
উল্লেখ্য, শনিবার (১৭ জুলাই) থেকে সারাদেশে পশুর হাট বসার কথা রয়েছে। যা ঈদের দিন পর্যন্ত চলবে।
সারাবাংলা/জেআর/পিটিএম