Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এক বছরের মধ্যে দেশের বেশিরভাগ মানুষ ভ্যাকসিন পাবে’

সারাবাংলা ডেস্ক
১৪ জুলাই ২০২১ ১৯:৫০ | আপডেট: ১৫ জুলাই ২০২১ ০১:১০

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জোর কূটনৈতিক প্রচেষ্টায় দেশে করোনার ভ্যাকসিনের সংকট কেটে গেছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এক বছরের মধ্যে দেশে জনগোষ্ঠীর বড় অংশকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।

বুধবার (১৪ জুলাই) নগরীর পাঠানটুলীতে করোনায় কর্মহীন সাতশ’ মানুষের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপমন্ত্রী নওফেল একথা জানান। নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কাউন্সিলর মো. জাবেদের পক্ষ থেকে এ সহায়তা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগ করে কোটির ঊর্ধ্বে ভ্যাকসিন সংগ্রহ করে ফেলেছেন। এর ফলে ভ্যাকসিন নিয়ে দেশে যে সংকট ছিল প্রধানমন্ত্রীর জোর কূটনৈতিক প্রচেষ্টায় সেটা কেটে গেছে। প্রধানমন্ত্রী জানেন, ঘরের কর্মক্ষম লোকটা যদি মারা যায়, তাহলে সেই পরিবারের কি দুর্দশা হবে। এরপরও বৈশ্বিক সংকটের কারণে আমরা অনেক জীবন বাঁচাতে পারিনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর চাওয়া হচ্ছে, আর একটি জীবনও যেন হারিয়ে না যায়। সেজন্য তিনি দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করছেন।’

আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে দেশের বেশিরভাগ মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে তিনি আশা প্রকাশ করছেন।

কঠোর বিধিনিষেধ শিথিলের প্রসঙ্গে উপমন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদুল আজহার কথা চিন্তা করে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তাই বলে কেউ যদি স্বাস্থ্যবিধি না মানেন, তাহলে করোনা মোকাবিলা সরকারের এক প্রচেষ্টায় করা সম্ভব হবে না। আমরা যদি নিজেরা সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি, তবেই করোনা নিয়ন্ত্রণে আসবে। ভ্যাকসিন নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে- এর বিকল্প নেই।’

বিজ্ঞাপন

করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি সহায়তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সরকার তিন হাজার ২০০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে। পাঁচটি খাতে এই সহায়তা দেওয়া হবে। সবচেয়ে বেশি টাকা দেওয়া হবে গ্রামে কর্মসংস্থানের জন্য। সরকারের বিভিন্ন বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৫০০ কোটি টাকা ঋণ হিসেবে বিতরণ করা হবে। পর্যটন খাতের বিভিন্ন হোটেল, মোটেল এবং থিম পার্কের কর্মচারিদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য এক হাজার কোটি টাকা ঋণ দেবে সরকার। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নৌ-পরিবহন শ্রমিকদের। এসব খাতে সর্বমোট ১৭ লাখের বেশি মানুষ আছে। তাদের প্রত্যেককে ২৫০০ টাকা করে দেওয়া হবে।’

‘শহর এলাকার নিম্ন আয়ের মানুষকে সহায়তার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মাধ্যমে আগামী ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ১৪দিন সারাদেশে চাল ও আটা বিতরণ করা হবে। ৩৩৩ ফোন নম্বরে কেউ ফোন করে খাদ্য সাহায্য চাইলে তাদের সে সহায়তা প্রদান করতে জেলা প্রশাসকদের ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন সরকার’— বলেন নওফেল।

নগরীর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মো. জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, নগর কমিটির সদস্য দোস্ত মোহাম্মদ, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার।

সারাবাংলা/আরডি/পিটিএম

উপমন্ত্রী নওফেল টপ নিউজ ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর